রিপোর্টারের নাম , আপলোডের সময় : বুধবার, ১৭ আগস্ট, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

এমএআইটি’র প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও ল্যাপটপ বিতরণ

রাজধানীর মিরপুরে অবস্থিত মুসলিম এইড ইনস্টিটিউট অব টেকনোলজি কর্তৃক বাস্তবায়িত আন্তর্জাতিক সংস্থা মুসলিম এইড ইউকে বাংলাদেশ এর সহযোগীতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচীর অধীনে কম্পিউটার অপারেশন, গ্রাফিকস ডিজাইন, ফ্রিল্যান্সিং কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) মুসলিম এইড ইনস্টিটিউট অব টেকনোলজিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন মুসলিম এইড ইনস্টিটিউট অব টেকনোলজি সম্মানিত অধ্যক্ষ জনাব গোলাম কিবরিয়া।

প্রতিষ্ঠানের সহ-সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহমেদ আলী, প্রধান শিক্ষক, বাউনিয়াবাঁধ আইডিয়াল হাই স্কুল, মাহতাব আলম, প্রধান শিক্ষক, বিএলএস স্কুল, শওকত আলী, সহঃ শিক্ষক, শাহীন স্কুল এছাড়াও বিভিন্ন আইটি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণের মধ্যে ছিলেন সাঈদুজ্জামান শিলন, এক্সিকিউটিভ ডিরেক্টর, রিয়েল গ্রাফস, মঞ্জর এলাহী, কনসালটেন্ট আরএম ট্রেডার্স, ইদ্রিস আলম, সেলস এন্ড মার্কেটিং, ডিভাইন আইটি সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাগণ।

অনুষ্ঠানে উপস্থিত ব্যাক্তিবর্গ প্রোগ্রাম ও দক্ষতা উন্নয়ন বিষয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন।