রাঙ্গাবালী প্রতিনিধি , আপলোডের সময় : শনিবার, ২০ আগস্ট, ২০২২ , আজকের সময় : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

রাঙ্গাবালী উপজেলা কৃষকদলের আহবায়ক আলমগীর, সচিব বিপ্লব

রাঙ্গাবালী উপজেলা কৃষক দলের আহবায়ক কমিটি ঘোষণা করেছে পটুয়াখালী জেলা কৃষকদল।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী কৃষকদলের আহবায়ক মনিরুজ্জামান টিটু ও সদস্য সচিব তারেকুল ইসলাম ইভান সিকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির ঘোষণা করা হয়।

কমিটিতে রাঙ্গাবালী উপজেলা বিএনপির ত্যাগী নেতা আলমগীর হোসেন খলিফাকে আহ্ববায়ক ও আল ইমরান বিপ্লবকে সদস্য সচিব করে ৬১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ম আহবায়ক জাকির হাওলাদার, মনিরুল ইসলাম, বাবুল হাওলাদার, রুবেল হাওলাদার, ওসমান গনি, শানু খন্দকার এবং সদস্য বেল্লাল মাতুব্বর, উজ্জল হাওলাদার, রাসেল খান, কামাল পাহলান, ফাহাদ খলিফা প্রমুখ।

নতুন এ কমিটির আহ্বায়ক আলমগীর হোসেন খলিফা বলেন, পূর্বের ন্যায় আগামী দিনগুলোতে দেশ রক্ষার আন্দোলন-সংগ্রামকে সফল করতে মাঠে কার্যকর ভূমিকা রাখবে রাঙ্গাবালী উপজেলা কৃষকদল।