রিপোর্টারের নাম , আপলোডের সময় : বুধবার, ৩১ আগস্ট, ২০২২ , আজকের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

কবি নজরুল কলেজে হল ছাত্রদলের কমিটি ঘোষণা: সভাপতি রুহুল আমিন, সম্পাদক রেজাউল

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের এক মাত্র ছাত্রাবাস শহীদ শামসুল আলম হল ছাত্রদলের কমিটি ঘোষণা করেছে কলেজ শাখা ছাত্রদল।

রোববার (২৮ আগস্ট) শাখা ছাত্রদলের সভাপতি সাইয়্যেদুর রহমান সাঈদ ও সাধারণ সম্পাদক গাজী কাওছার হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়।

এতে সভাপতি হিসেবে মো: রুহুল আমিন ও সাধারণ সম্পাদক হিসেবে মো: রেজাউল খাঁন দায়িত্ব পেয়েছেন।

সাত সদস্য বিশিষ্ট এ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো: বিল্লাল হোসেন সম্রাট, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সৌরভ চন্দ্র শীল, সাংগঠনিক সম্পাদক মো: মোবারক হোসেন শরীফ, প্রচার সম্পাদক আরিফুজ্জামান খান সাব্বির, দপ্তর সম্পাদক এস এ শাওন ভূঁইয়া দায়িত্ব পেয়েছেন।

এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকা কলেজের পাঁচটি হলের কমিটি ঘোষণা করে ঢাকা কলেজ ছাত্রদল।