বেতাগী (বরগুনা) প্রতিনিধি: , আপলোডের সময় : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২ , আজকের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

বেতাগীর ঐতিহাসিক শাহী মসজিদে দুর্ধর্ষ চুরি : দান বাক্সের লক্ষ টাকা উধাও

বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ঐতিহাসিক শাহী মসজিদের দান বাক্স ভেঙে নগদ প্রায় লাখ টাকার বেশি চুরি হয়েছে।

গতকাল গভীর রাতে বরগুনার বেতাগীর বিবিচিনি শাহী মসজিদের প্রধান ফটকের সামনে রাখা দান বাক্সটির তালা ভেঙে নগদ টাকা পয়সা নিয়ে যায়।

জানা গেছে, উপজেলার বিবিচিনি শাহী মসজিদটি ১৬৫৯ সালে দিল্লির সম্রাট শাহজাহানের শাসনামলে সুদুর পারস্য থেকে আধ্যত্মিক সাধক হযরত শাহ নেয়ামতউল্লাহ (রহ:) ইসলাম প্রচার করার উদেশ্যে দিল্লীতে আসেন। হযরত শাহ নেয়ামতউল্লাহ (রহ:) ওই সময় এইস্থানে মসজিদটি নির্মান করেন।

এ মসজিদে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা ঘুরতে আসেন। নামাজ পড়েন এবং মসজিদের দান বাক্সে টাকা পয়সা দান করে থাকেন।

এ বিষয়ে মসজিদের মোয়াজ্জেম হানিফ হাওলাদার বলেন, ‘প্রতি মাসের ৩০ তারিখ মসজিদ কমিটি দান বাক্সের টাকা খুলে থাকেন। তবে আনুমানিক লাখ টাকার বেশি হতে পারে।’

এ ব্যাপারে বেতাগী থানার পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহআলম হাওলাদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয় মসজিদ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহৃদ সালেহীন বলেন,‘ চুরি হওয়া একটি অনাকাঙ্খিত ঘটনা। ঘটনা শোনার পর থানা পুলিশকে অবহিত করা হয়েছে।