অনলাইন ডেস্ক: , আপলোডের সময় : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২ , আজকের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মিয়ানমার ইস্যুতে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীও প্রস্তুত। আমরা কাউকে ভয় করি না। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, মোকাবিলায় প্রস্তুত আছি।

আজ বুধবার সচিবালয়ে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে বিশেষ বৈঠক শেষে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরাও উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমার নিজেদের অভ্যন্তরে নানারকম কার্যক্রম চালাচ্ছে। এটি বাংলাদেশের সঙ্গে সম্পর্কিত নয়। তবে, বাংলাদেশ সেনাবাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আমরা কাউকে কাউন্ট করি না।’