নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২ , আজকের সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

দ্রব্যমূল্যে সহনীয় পর্যায়ে আনতে পেরেছি : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সরকারের নানা উদ্যোগের কারণে দ্রব্যমূল্যের পাগলাঘোড়ার লাগাম আমরা টেনে ধরতে পেরেছি। আজ সোমবার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আগস্টে মূল্যষ্ফীতি বেড়েছিল। তবে, সেপ্টেম্বরে এসে সেটি কমেছে। এ সময়ে এক কোটি ফ্যামিলি কার্ডের মাধ্যমে চার কোটি মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। ফলে, মূল্যস্ফীতিতে লাগাম টানা সম্ভব হয়েছে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনা সচিব মামুন-আল-রশীদ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মতিউর রহমান। এতে সভাপতিত্ব করেন বিআইডিএসের মহাপরিচালক ড. বিনায়ক সেন।