কিশোরগঞ্জ প্রতিনিধি: , আপলোডের সময় : বুধবার, ১২ অক্টোবর, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

এলজিইডি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী’র কিশোরগঞ্জে উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির ঢাকা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মন্মথ রঞ্জন হালদার কিশোরগঞ্জে এলজিইডির উদ্যোগে নির্মিত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেন।

বুধবার সারাদিন তিনি কিশোরগঞ্জ সদর,হোসেনপুর,করিমগঞ্জ, তাড়াইল উপজেলাসহ বিভিন্ন এলাকার নির্মাণকৃত রাস্তা, স্কুল, ব্রিজ ও কালভার্ট পরিদর্শন করেন।

এ সময় কাজের গুনগত মান দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা দেন।তিনি বলেন,বর্তমান সরকারের আমলে রাস্তা, ব্রীজ, সেতু ও স্কুল ভবন নির্মানে ব্যাপক উন্নয়ন হয়েছে।দেশের প্রত্যন্ত এলাকায় কাচাঁ রাস্তাও এই সরকার পাকা করে দিয়েছে।

যা দিয়ে ওই এলাকার শিক্ষার্থীসহ সাধারন লোকজন যাতায়াত করতে পারছে।এ সময় অতিরিক্ত প্রধান প্রকৌশলী মন্মথ রঞ্জন হালদার এর সাথে ছিলেন কিশোরগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো:আমিরুল ইসলাম,সিনিয়র সহকারী প্রকৌশলী হাবিবুল্লাহ,ল্যাব টেকনেশিয়ান মোখলেছুর রহমান সহ এলজিইডি’র পদস্থ প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।