খাইরুল ইসলাম মুন্না (বেতাগী): , আপলোডের সময় : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

বরগুনায় এক ঘন্টার মহিলা অধিদপ্তরের প্রতীকী উপ পরিচালক হলেন নাবিলা

বরগুনায় এক ঘন্টার জন্য উপ পরিচালক মহিলা অধিদপ্তরের দায়িত্ব পালন করেন এনসিটিএফে’র সদস্য তাহরিমা ইসলাম নাবিলা।

সোমবার সকাল ১০.০০ টায় বরগুনার মহিলা অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন্নাহার মুন্নি তার কার্যালয়ে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স এনসিটিএফ বরগুনার সদস্য তাহরিমা ইসলাম নাবিলার হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব হস্তান্তর শেষে নতুন প্রতীকী দায়িত্বপ্রাপ্ত উপপরিচালককে ফুল দিয়ে বরন করে নেন এবং তার দপ্তরের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করা হয়।

এনসিটিএফ বরগুনা জেলা কমিটির সভাপতি রাইমু জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা মহিলা অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন্নাহার মুন্নি, মহিলা অধিদপ্তরের বিভিন্ন বিষয়ের নারী প্রশিক্ষকবৃন্দ, জেলা এনসিটিএফ এর সদস্যবৃন্দ ও ভলান্টিয়ার। আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় কন্যা শিশুদের ক্ষমতায়িত করার লক্ষে এ আয়োজন করা হয়।