স্পোর্টস ডেস্ক: , আপলোডের সময় : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

মাশরাফি যাওয়ার পর এখন তাসকিনই নেতা

একটা সময়ে বাংলাদেশ দলের পেস আক্রমণের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব ছিল মাশরাফি বিন মর্তুজার কাঁধে। তবে কালের পরিক্রমায় সেই দায়িত্ব এখন চলে এসেছে তাসকিন আহমেদের কাঁধে। বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান নিজেও সেটা জানালেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শুরুর একদিন আগে আজ বুধবার সিডনিতে প্রেস কনফারেন্সে বললেন মাশরাফি ভাইয়ের বিদায়ের পর তাসকিন পেস বোলিংয়ের একজন নেতা হয়ে উঠেছে।

সাকিব বলেন, ‘মাশরাফির বিদায়ের পর তাসকিন (পেস বোলিংয়ের) একজন নেতা হয়ে উঠেছে। গত ২-৩ বছরে বাংলাদেশের হয়ে ভীষণভাবে ভালো বোলিং করছে। সে উদাহরণ তৈরি করে এগিয়ে যাচ্ছে। একইসঙ্গে বলতে হয় তিন ফরম্যাটেই এখন আমাদের ভালো ফাস্ট বোলিং গ্রুপ রয়েছে।’

সাকিব যোগ করেন, ‘তারা সত্যিই ভালো করছে। তারা যেভাবে নিজেদের উন্নতি করেছে এবং এতোদূর এসেছে অনেক খুশি ও গর্বিত। এখন মাঠের ফলেও এটি দেখা যাচ্ছে। আমি আশা করি তারা এ ফর্ম ধরে রাখবে। তাহলে আমি নিশ্চিত আমরা দারুণ একটি বিশ্বকাপ কাটাবো।’

আগে থেকে অধিনায়ক সাকিব কিছু বলতে নারাজ। মূলত বিশ্বকাপে কন্ডিশন ও প্রতিপক্ষের কথা বিবেচনা করে প্রস্তুতি নিচ্ছেন বলে নিশ্চিত করেছেন অধিনায়ক সাকিব।

তিনি বলেন, ‘আমরা প্রেডিক্টেবল হতে চাই না। এ বিশ্বকাপে আমরা কন্ডিশন ও প্রতিপক্ষের কথা বিবেচনা করে প্রস্তুতি নিচ্ছি। কারণ প্রতিটি মাঠ ভিন্ন, মাঠের আকৃতি ভিন্ন, বাতাসের গতিপ্রকৃতি আলাদা, আবহাওয়াও আলাদা। তো আমরা এসব বিবেচনায় রেখেই পরিকল্পনা সাজাবো। তা হয়তো আমাদের পক্ষে নাও আসতে পারে। তবে আমরা এমন খোলা মনেই এগোচ্ছি।’