টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের লড়াইয়ে ‘বি’ গ্রুপের প্রত্যেক দলই খেলে ফেলেছে দুটি করে ম্যাচ। এতে টানা দুই জয়ে চার পয়েন্ট নিয়ে গ্রুপ তালিকায় শীর্ষে আছে ভারত।
বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিপক্ষে রোহিত শর্মার দল জয় পেয়েছে ৫৬ রানে। ভারতের করা ১৭৯ রানের জবাবে ৯ উইকেট হারিয়ে ১২৩ রানের বেশি তোলা সম্ভব হয়নি ডাচদের পক্ষে।
বিশ্বকাপের শুরুটা ভারত করেছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে। পাকিস্তানের ১৫৯ রানের জবাবে খেলতে নেমে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারতীয় দল।
এদিকে, এক ম্যাচ ড্র এবং এক ম্যাচে জয়ে তিন পয়েন্ট নিয়ে দুইয়ে আছে দক্ষিণ আফ্রিকা। একই অবস্থা জিম্বাবুয়ের। তারা তিন পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে থেকে তিন নম্বরে অবস্থান করছে। আর বাংলাদেশের অবস্থান তালিকার চার নম্বরে। তবে পাকিস্তান ও নেদারল্যান্ডস এখনো জয়ের দেখা পায়নি।
Print [1]