সাইদুল ইসলাম মন্টু (বিশেষ প্রতিবেদক): , আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২ , আজকের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

বেতাগীতে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

বরগুনার বেতাগীতে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলার সদর ইউনিয়নের ভেলানাথপুর দারুল উলুম মাদ্রাসায় তরুণ কল্যাণ যুব পরিষদের উদ্যোগে বুধবার (০২ নভেম্বর) বেলা সোয়া ২ টায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি অলি আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)‘র বেতাগী উপজেলা শাখার সভাপতি সাইদুল ইসলাম মন্টু, বিশেষ অতিথি ছিলেন, ভোলানাথপুর দারুল উলুম মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল মোহাইমিন সাকিব, হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ সুলতান মাহমুদ, সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মরিরুল ইসলাম, হাফেজ ইমরান মাহমুদ ও যুব সদস্য মো: ইমরান হোসেন। এতে শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে।