বেতাগী (বরগুনা) প্রতিনিধি: , আপলোডের সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

বেতাগীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

বেতাগীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

গত ৯ই ডিসেম্বর ২০২২ ইং তারিখ সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদের সামনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলণ, জাতীয় সংগীত পরিবেশন, মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম পিন্টু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. রফিকুল আমীন, মাধ্যমিক শিক্ষা অফিসার শহীদুর রহমান, কোডেক এরিয়া ম্যানেজার মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম সিদ্দিকী, নাগরিক ফোরামের সভাপতি শামীম সিকদার, রিপোর্টার্স ইউনিটির সধারন সম্পাদক শাহাদাৎ হোসেন মুন্না, আজকের পএিকায় বেতাগী প্রতিনিধি হৃদয় হোসেন মুন্না, দি কান্ট্রি টুডে ও বিডি পিপলস নিউজের প্রতিনিধি আরিফুর রহমান সুজন, দৈনিক আমার সময়ের প্রতিনিধি এম ডি সুজন, এনসিটিএফ সভাপতি খায়রুল ইসলাম মুন্না প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মহাসিন খান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. মহসীন খানের সঞ্চালনায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।