মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: , আপলোডের সময় : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ , আজকের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

মির্জাগঞ্জে স্মার্ট কার্ড (এনআইডি) বিতরণ অনুষ্ঠানে বরিশাল রেঞ্জ ডিআইজির যোগদান

গত ২১ ডিসেম্বর ২০২২ খ্রিঃ বুধবার সিনিয়র জেলা নির্বাচন অফিস, পটুয়াখালী এর আয়োজনে মির্জাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে মির্জাগঞ্জ উপজেলার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন কাজী হাবিবুল আউয়াল, প্রধান নির্বাচন কমিশনার এবং সভাপতিত্ব করেন মোঃ জাহাঙ্গীর আলম, নির্বাচন কমিশন সচিবালয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এ কে এম হুমায়ুন কবির, মহাপরিচালক, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ; ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, প্রকল্প পরিচালক (IDEA) প্রকল্প, (২য় পর্যায়); মোঃ শরিফুল ইসলাম, জেলা প্রশাসক, পটুয়াখালী; মোঃ সাইদুল ইসলাম, পুলিশ সুপার, পটুয়াখালী; খান মোঃ আবু বকর সিদ্দিকী, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মির্জাগঞ্জ, পটুয়াখালীসহ বিভাগীয় এবং জেলা পর্যায়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।