সুগন্ধা নদীতে অভিযান-১০ ট্র্যাজেডির এক বছর উপলক্ষে নিহতদের স্মরণে বেতাগী প্রেসক্লাব আলোচনা ও দোয়ানুষ্ঠানের আয়োজন করে।
শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর দুইটায় প্রেসক্লাব সভাপতি আব্দুস সালাম সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা ও দোয়ানুষ্ঠানে বরগুনা জেলা পরিষদের সদস্য বাবুল আক্তার, সুশাসনের জন্য নাগরিক (সুজন)‘র সভাপতি সাইদুল ইসলাম মন্টু, বেতাগী নাগরিক ফোরামের ভাপতি লায়ন মো: শামীম সিকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন খান,উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষযক সম্পাদক শহীদুল ইসলাম, বিডি পিপলস নিউজ ডটকমের বিশেষ প্রতিবেদক মো: আরিফুর রহমান সুজন, আমার সংবাদের প্রতিনিধি এমডি সুজন প্রমুখ।
এসময় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোর পাশাপাশি নিহতদের স্মরণে দোয়া মোনাজাতে পরম করুনাময়ের কাছে তাঁদের রুহের মাগফিাত এবং আহতদের সুস্থতা কামনা করা হয়।
Print [1]