আরিফুর রহমান সুজন (বিশেষ প্রতিবেদক): , আপলোডের সময় : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

অভিযান-ট্র্যাজেডির বছর পূর্তিতে প্রেসক্লাবের আলোচনা ও দোয়া অনুষ্ঠান

সুগন্ধা নদীতে অভিযান-১০ ট্র্যাজেডির এক বছর উপলক্ষে নিহতদের স্মরণে বেতাগী প্রেসক্লাব আলোচনা ও দোয়ানুষ্ঠানের আয়োজন করে।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর দুইটায় প্রেসক্লাব সভাপতি আব্দুস সালাম সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা ও দোয়ানুষ্ঠানে বরগুনা জেলা পরিষদের সদস্য বাবুল আক্তার, সুশাসনের জন্য নাগরিক (সুজন)‘র সভাপতি সাইদুল ইসলাম মন্টু, বেতাগী নাগরিক ফোরামের ভাপতি লায়ন মো: শামীম সিকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন খান,উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষযক সম্পাদক শহীদুল ইসলাম, বিডি পিপলস নিউজ ডটকমের বিশেষ প্রতিবেদক মো: আরিফুর রহমান সুজন, আমার সংবাদের প্রতিনিধি এমডি সুজন প্রমুখ।

এসময় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোর পাশাপাশি নিহতদের স্মরণে দোয়া মোনাজাতে পরম করুনাময়ের কাছে তাঁদের রুহের মাগফিাত এবং আহতদের সুস্থতা কামনা করা হয়।