আরিফুর রহমান সুজন (বিশেষ প্রতিবেদক): , আপলোডের সময় : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২ , আজকের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

বেতাগীতে নবনির্বাচিত যুব রেড ক্রিসেন্ট সোসাইটির প্রথমসভা অনুষ্ঠিত

বাংলাদেশে রেডক্রস এন্ড রেডক্রিসেন্ট সোসাইটির যুব রেড ক্রিসেন্ট বেতাগী উপজেলা শাখার নতুন কমিটি গত ১৫ ই ডিসেম্বর ২০২২ তারিখে অনুমোদন দেয়া হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটর সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল মোতালেব মিয়া, সহকারী পরিচালক (ইউএলও) মাহবুবুর রহমান মিলন, যুব প্রদান আব্দুর রহমান সজীব স্বাক্ষরিত পত্রে ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ নতুন কমিটি অনুমোদন দেয়া হয়।

নতুন কমিটিতে যুব রেড ক্রিসেন্ট বেতাগী উপজেলা শাখার দলনেতা পদে মো: সোহেল মীর, সহ-দলনেতা -১ পদে নিশিতা বিশ্বাস,সহ-দলনেতা -২ পদে নিখিল চন্দ্র শীল , বিভাগীয় প্রধান জনসংযোগ ও পরি: বিভাগ পদে মোঃ খায়রুল ইসলাম মুন্না, উপ-প্রধান পদে নাহিদ হাসান মাহিম, বিভাগীয় প্রধান সেবা ও স্বাস্থ্য পদে ইসরাত জাহান লিমা, উপ-প্রধান পদে মোঃ সুমন মিয়া, বিভাগীয় প্রধান প্রশিক্ষণ বিভাগ পদে জিলা জামান শিফা, উপপ্রধান পদে হাসান মাহমুদ পিয়াল, বিভাগীয় প্রধান রক্ত বিভাগ পদে মোঃ ইমরান হোসেন, উপপ্রধান পদে মাইনুল হাসান সাগর, বিভাগীয় প্রধান বন্ধুত্ব বিভাগ পদে মো: সজল মাহমুদ, উপপ্রধান পদে জান্নাতুল ফেরদৌসী ইমা, বিভাগীয় প্রধান ক্রীড়া ও সাংস্কৃতিক বিভাগ পদে মোঃ আরিফুর রহমান, উপপ্রধান পদে মো: হোসেন সিপাইী নির্বাচিত হন।

নবনির্বাচিত কার্যকরী কমিটির প্রথম সভা গত ২৪ শে ডিসেম্বর সকাল ১০ ঘটিকায় বেতাগী সরকারি হাইস্কুলে অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি, আগামী দিনগুলোতে যুব রেডক্রিসেন্ট বেতাগী উপজেলা শাখার কার্যক্রম, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নসহ সার্বিক বিষয়ের উপর কমিটির সদস্যরা মতামত প্রদান ও নিজেদের মধ্য আলোচনা করা হয়।