মনজুর মোর্শেদ তুহিন (পটুয়াখালী প্রতিনিধি): , আপলোডের সময় : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

প্রধান তথ্য কর্মকর্তার সাথে পটুয়াখালী জেলা প্রেসক্লাব সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা মোঃ শাহেনুর মিয়া পটুয়াখালী আগমন উপলক্ষে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ জানুয়ারি) বিকেলে বরিশাল – কুয়াকাটা মহাসড়কের পটুয়াখালী চৌরাস্তা এলাকায় ঢাকা থেকে কুয়াকাটা যাওয়ার পথে জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

তথ্য অধিদফতর ঢাকার সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার খালেদা বেগম,মুন্সী জালালউদ্দিন, রিফাত জাফরীন, এ এইচ মাসুম বিল্লাহ, সিনিয়র তথ্য অফিসার আসাদুজ্জামান খান এবং ক্রয় কর্মকর্তা মো: শাহ আলম সরকার উপস্থিত ছিলেন।

এছাড়া বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম.জাভেদ ইকবাল ও সিনিয়র তথ্য অফিসার মোঃ রিয়াদুল ইসলাম সফর সঙ্গী ছিলেন।

এ সময় পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফের নেতৃত্বে গণমাধ্যম কর্মীরা প্রধান তথ্য কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সহ সভাপতি কাইয়ুম উদ্দিন জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম শাহাদাত হোসেন, এম কে রানা, প্রচার সম্পাদক বাদল হোসেন, সাংগঠনিক সম্পাদক জলিলুর রহমান সোহেল, পাঠাগার সম্পাদক মু হেলাল আহমেদ রিপন, নির্বাহী সদস্য নিয়াজ মোর্শেদ, মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, সদস্য লোকমান মৃধা,আলীম খান আকাশ, সদস্য মনজুর মোর্শেদ তুহিন, দিপঙ্কর সাহা সম্ভু, আবু রায়হান উপস্থিত ছিলেন।