নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

স্থপতি মোবাশ্বের হোসেনের মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাবের শোক

স্থপতি মোবাশ্বের হোসেনের মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, জাতীয় প্রেস ক্লাবের ২১ তলা ‘বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্স’র নকশা প্রণয়ন কমিটির অন্যতম পরামর্শক ছিলেন মোবাশ্বের হোসেন।

তারা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, স্থপতি মোবাশ্বের হোসেনের মৃত্যুতে জাতি এক দেশবরেণ্য স্থপতিকে হারালো। স্থাপত্য শিল্পে তার অবদান জাতি গভীরভাবে স্মরণ রাখবে।

এ ছাড়া সকালে স্থপতি ইন্সটিটিউটে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন।