নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

টাটাসহ ভারতীয় বিভিন্ন কোম্পানির বিনিয়োগ চায় বাংলাদেশ

টাটাসহ ভারতীয় বিভিন্ন কোম্পানির বিনিয়োগ চায় বাংলাদেশ। এ বিষয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভারতীয় হাইকমিশনার মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ অনুরোধ করেন।

কৃষিমন্ত্রী বলেন, টাটাসহ বিভিন্ন ভারতীয় কোম্পানি যাতে বাংলাদেশে বিনিয়োগ করে হাইকমিশনারকে আমরা সেই অনুরোধ করেছি।

কৃষিতে কর্মসংস্থান বাড়াতে আন্তর্জাতিক সহায়তা দরকার উল্লেখ করে এসময় তিনি জানান, ভারত সবসময় আমাদের সহায়তা করছে।

এবার পেঁয়াজ উৎপাদন ভালো হয়েছে বলেও জানান কৃষিমন্ত্রী। তিনি জানান, ভারতের মহারাষ্ট্র থেকে পেঁয়াজের বীজ আনা হয়েছে। যেটার ফলন ভালো।

এসময় প্রণয় ভার্মা বলেন, খাদ্য নিরাপত্তা নিয়ে আমরা দুদেশ একসঙ্গে কাজ করছি। এক্ষেত্রে আমরা বাংলাদেশের নাগরিকদের সবসময় সহায়তা করছি।