নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩ , আজকের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ব্যবস্থাপনা কমিটির শ্রদ্ধাঞ্জলি

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে ক্লাবের ব্যবস্থাপনা কমিটি।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক শ্যামল দত্তের নেতৃত্বে ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা ও সদস্যরা শ্রদ্ধা নিবেদনে অংশ নেন।

এ সময় ডেইলি অবজারভার সম্পাদক ও প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর সম্পাদক সাইফুল আলম এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।