আরিফুর রহমান সুজন (বিশেষ প্রতিনিধি): , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

বেতাগীর সরিষামুরিতে গলায় ফাঁস দেয়া গৃহবধূর লাশ উদ্ধার

বরগুনার বেতাগীতে গলায় ফাঁস দেয়া গৃহরধু বিথী আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধাকৃত লাশ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্বামীর সাথে অভিমান করে স্ত্রী আত্মহত্যা করেছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারী) সকালে বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের গাবতলি গ্রামের মাসুদ খানের সাথে তার স্ত্রী বিথী আক্তারের (২৫) কথা কাটাকাটি হয়। সকাল ১১টায় বিথী অভিমান করে ঘরের দোতলায় উঠে আড়ার সাথে ফাঁস দেয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়না তদন্তের জন্য বরগুনার সদর থানা পুলিশ জেলা হাসপাতালে প্রেরণ করেন।

বেতাগী থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি জানার সাথে সাথেই আমরা সেখানে পুলিশ পাঠিয়েছি। বরগুনা সদর থানার পুলিশ লাশ ময়না তদন্তের করাচ্ছেন। কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।