রায়হান চৌধুরী (কুমিল্লা প্রতিনিধি): , আপলোডের সময় : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

মুরাদনগরে প্রাথমিক শিক্ষকদের আইসিটি বিষয়ক কর্মশালার উদ্বোধন

কুমিল্লার মুরাদনগর উপজেলার প্রাথমিক শিক্ষকদের মাল্টিমিডিয়া ও আইসিটির মাধ্যমে ক্লাস নেওয়া এবং চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষে সকল শিক্ষকদের আইসিটি ট্রেনিং ফর স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক এক কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার কবি নজরুল মিলনায়তনে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজিত কর্মশালার শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভূঞা জনীর সভাপতিত্বে বাঙ্গরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হুদা, প্রাথমিক শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, সহকারি শিক্ষা অফিসার আনোয়ার হোসেন চৌধুরী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক গাজী উল হক চৌধুরী, মুরাদনগর উপজেলার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আইসিটি বিষয়ক সম্পাদক ফয়জুল্লা মনির প্রমূখ।