প্রধানমন্ত্রীর অগ্রাধিকার মূলক জনবান্ধব কর্মসূচীর আলোকে শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে
খাগড়াছড়ি জেলা সদরে ভিক্ষুক পুণবার্সন ও বিকল্প কর্মসংস্থান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার ১৭ জানুয়ারি ২০২৩ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু এই কর্মসূচীর উদ্বোধন করেন।
ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর আওতায় বাস্তবায়িত খাগড়াছড়ি পৌর সভার ০৩ নং ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকার বাসিন্দা ভিক্ষুক সিদ্দীক আহমদের অটো ওয়ার্কশপের দোকান শুভ উদ্বোধনের মাধ্যমে তিনি মানবিক এ কর্মসূচীর শুভ সূচনা করলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম, শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ নাজমুল আহসান, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র ১ মোঃ শাহ আলম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়া প্রতিবন্ধী সাহায্য ও সহায়তা কেন্দ্রের খাগড়াছড়ি জেলা কার্যালয়ের মাধ্যমে ভিক্ষুক সিদ্দীককে একটি হুইল চেয়ার প্রদান করা হয়েছে।