আরিফুর রহমান সুজন (বিশেষ প্রতিনিধি): , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

ক্রিকেটে জেলার সেরা স্কুল বেতাগীর এমমদাদিয়া মা : বিদ্যালয়

৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় (স্কুল পযার্য়ে) বরগুনা জেলার চ্যাম্পিয়ন হয়েছে বেতাগীর কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয়। প্রতিযোগীতায় প্রতিটি উপজেলা থেকে চ্যাম্পিয়ন হওয়া ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করে।

১৬ শে জানুয়ারি জেলা স্টেডিয়ামে বরগুনা জিলা স্কুল ও বেতাগীর কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয় মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে বেতাগী চ্যাম্পিয়ান এবং বরগুনা জেলা স্কুল রানার্সআপ হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মন্ত্রী পরিষদের সদস্য বস্ত্র প্রতিমন্ত্রী শাহজাদা আব্দুল মালেক খানের বাবা মরহুম আবি আব্দুল্লাহ খান কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ক্রিকেট খেলায় অংশগ্রহণকারী দলের সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারি শিক্ষক মো. মোখলেছুর রহমান বাদল ও সহকারি শিক্ষক মো. ফোরকান হোসেন রাজু। বিদ্যালয়ের সহকারি শিক্ষক লিটন কুমার ঢালী বলেন,’ শিক্ষার সাথে সহ-কার্যক্রম খেলাধূলা ও সাংস্কৃতিক পরিমন্ডলে জেলার অনন্য ভূমিকা রেখেছে। এছাড়া বিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষকরা দায়িত্বের সাথে কাজ করছেন।’