নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে থানায় অভিযোগ: ডিইউজের প্রতিবাদ

সংবাদ প্রকাশের জেরে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য মো. আলমগীর হোসেনের বিরুদ্ধে মামলার উদ্দেশ্যে থানায় অভিযোগ দায়ের করার ঘটনায় নিন্দা জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক বিবৃতিতে অবিলম্বে এ ধরণের হয়রানিমূলক বিভ্রান্তিকর অভিযোগ প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সংবাদ প্রকাশের অংশ হিসেবেই যার বিরুদ্ধে অভিযোগ তার মন্তব্য প্রয়োজন। মন্তব্য গ্রহণের জন্য যোগাযোগ করার ঘটনাকে কেন্দ্র করে কোনো সংবাদকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ করা অসৌজন্যমূলক।