পটুয়াখালী প্রতিনিধি: , আপলোডের সময় : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

পটুয়াখালী জেলা পুলিশের অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ

বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এর উদ্যোগে পটুয়াখালী জেলা পুলিশের আয়োজনে অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

গতকাল শুক্রবার (২০ জানুয়ারি) রাতে শহরে লঞ্চটার্মিনাল এলাকায় পটুয়াখালী পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম (বিপিএম-পিপিএম) এ শীতবস্ত্র বিতরন করেন। এ সময় পটুয়াখালী লঞ্চটার্মিনালের কর্মহীন, কর্মজীবী ও প্রতিবন্ধি নারী-পুরুষসহ অন্তত দুইশ ব্যক্তিকে শীতবস্ত্র বিতরণ করা হয়।
পটুয়াখালী পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বলেন, আমরা জেলা সদর থেকে শীতবস্ত্র বিতরন শুরু করেছি। পর্যায়ক্রমে উপজেলা শহর ও যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম চরাঞ্চলের অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করবে জেলা পুলিশ।
শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন জেলা পুলিশের সকল কর্মকর্তা ও পটুয়াখালীর ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।