জিয়াউর রহমান, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: , আপলোডের সময় : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩ , আজকের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

মির্জাগঞ্জে আওয়ামী লীগের অসহায় নেতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া কম্বল বিতরণ

মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অসহায় দুস্থ শীতার্ত নেতা ও কর্মীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ করা হয়েছে।

আজ একুশে জানুয়ারি ২০২৩ সকাল ১০ঃ০০ ঘটিকায় মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আতাহার উদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী ও পটুয়াখালী ১ আসনের সংরক্ষিত এমপি কাজী কানিজ সুলতানা হেলেন এমপি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, একটি স্মার্ট বাংলাদেশ গড়তে হবে, বিএনপির জামাত সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আজহার উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক জনাব জসিম উদ্দিন জুয়েল বেপারী, সহ-সভাপতি জনাব ইউসুফ আলী হাওলাদার।

উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি, জনাব ইসমাইল হোসেন মৃধা, সহ-সভাপতি আব্দুল বারেক শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সুবল দেবনাথ, মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সবানেত্রী জনাবা মাহবুবা রানু প্রমুখ। অনুষ্ঠানের বিভিন্ন ইউনিয়নের ৫০০ জন অসহায় গরিব নেতা কর্মীদের মাঝে শীত বস্ত্র তুলে দেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জসিম উদ্দিন জুয়েল বেপারী।