আনোয়ার হোসাইন জুয়েল: তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: , আপলোডের সময় : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩ , আজকের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

তাড়াইলে ব্যারিস্টার কবিরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা শাখার আয়োজনে উপজেলার সাবেক ছাত্রনেতা আলাউদ্দিন আহমেদ আলালের সঞ্চালনায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ব্যারিস্টার গোলাম কবির ভূঁইয়াকে সাবেক শিবির নেতা দাবী করে সংবাদ সম্মেলন করেছে।

সোমবার ২৩ জানুয়ারী বিকেল ৪ টায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার আয়োজনে এবং উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকীর কার্যালয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপজেলা শাখার সাবেক সভাপতি সাইফ উদ্দীন কাজল ইদ্রিস এর সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা আলাউদ্দিন আহমেদ আলাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, উপজেলার জাওয়ার ইউনিয়নের বোরগাঁও গ্রামের আলিফ মাস্টারের সন্তান সাবেক কুখ্যাত শিবির নেতা এবং এলাকায় ভূমিদস্য হিসেবে পরিচিত তথাকথিত ব্যারিস্টার গোলাম কবির ভূঁইয়াকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদকের দায়িত্ব দেওয়ায় এবং ২১ জানুয়ারি শনিবার এলাকায় আনন্দ মিছিল করায় সচেতন মহল ক্ষুদ্ধ।

লিখিত বক্তব্যে স্বাক্ষরকারী আলাউদ্দিন আহমেদ আলাল বলেন, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা প্রজন্ম সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সচেতন নাগরিকদের উপস্থিতিতে ঘোষণা করছি, ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামে স্বাধীনতা বিরোধী সংগঠন মালেক ডাক্তার যিনি মৃত্যুর কিছুদিন পূর্বেও তাড়াইল পাইলট উচ্চ বিদ্যালয়ে বিএনপির একটি জনসভায় বলেছিলেন, তাহার জন্মই হয়েছে আওয়ামী লীগ তথা এদেশের স্বাধীনতার বিরোধিতা করার জন্য। তারই একান্ত সহচর উপজেলার জাওয়ার ইউনিয়নের বোরগাঁও গ্রামের আহমেদ হোসেন উরফে আলেফ মাস্টার যে স্বাধীনতা যুদ্ধের স্বাধীনতা বিরোধী সহ অনেক কুকর্মের সাথে জড়িত ছিল এবং আলেক মাস্টারের ছোট ভাই মৃত সিরাজুল ইসলাম সিরাজ একজন তালিকাভুক্ত রাজাকার ও তারই আরেক ভাই হাবিবুর রহমান হাবিব উপজেলা জামায়াতে ইসলামির সাবেক আমিরের দায়িত্বে ছিল। কিন্তু কালের আবর্তনে ও উপযুক্ত প্রমাণের অভাবে ওইসব অপকর্মগুলো প্রায় বিলীন হয়ে গিয়েছে। তাই আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত সকল সাংবাদিক ভাইদের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি-সম্পাদকসহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আমাদের আকুল আবেদন মহান মুক্তিযুদ্ধের পবিত্রতাকে রক্ষা করার জন্য স্বাধীনতা বিরোধী ও ভূমিদস্যু ব্যারিস্টার গোলাম কবির ভুঁইয়াকে অনতিবিলম্বে দল থেকে বহিষ্কার সহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আ’লীগ তাড়াইল উপজেলা শাখার সহ-সভাপতি ইসমাঈল হোসেন সিরাজী, উপজেলা আ’লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক আজিজুলহক, কার্যকরী পরিষদের সদস্য মিছবাহ উদ্দীন জুয়েল, উপজেলা জাওয়ার ইউনিয়ন আ’লীগের সভাপতি শরীফুল ইসলাম, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা পেশাজীবি লীগের আহ্বায়ক সারোয়ার হোসেন আজিজ, উপজেলা ছাত্রলীগের ছাত্র নেতা মনির হোসেন খান সহ সাংবাদিকবৃন্দ।