নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩ , আজকের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

আর্থিক সংকটে ইভিএম প্রকল্প হচ্ছে না : ইসি সচিব

ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) প্রকল্পটি বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা ও বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনায় আপতত প্রক্রিয়াকরণ না করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম।

সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানায়।

ইসির সচিব বলেন, এটা এ মুহূর্তে রান করছে না, পরবর্তী সময়ে রান করবে। এর মধ্য দিয়ে সর্বোচ্চ দেড়শ আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে ইভিএমে ভোট হচ্ছে না। সেক্ষেত্রে ইসির কাছে যা আছে তা দিয়ে ৭০-৮০ আসনে ইভিএমে প্রস্তুতি চলবে।