জিয়াউর রহমান, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: , আপলোডের সময় : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩ , আজকের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

মির্জাগঞ্জ থানা পুলিশের অভিযানে পলাতক মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার

মির্জাগঞ্জ থানা পুলিশের অভিযানে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।

পটুয়াখালীর মির্জাগঞ্জে জনাব রাজু মুন্সি, পিতা নুর ইসলাম মুন্সী, গ্রাম বাজিতা, থানা মির্জাগঞ্জ, জেলা পটুয়াখালী। তিনি ২০১৩ সালে ঢাকার রামপুরা থানায় সাংবাদিক হত্যা মামলায় পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তিনি দীর্ঘদিন পলাতক ছিল। মির্জাগঞ্জ থানা পুলিশের বিশেষ টিম ঢাকা থেকে উক্ত আসামিকে গ্রেফতার করে।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ, জনাব আনোয়ার হোসেন বলেন, আমরা গোপন সূত্রে আসামীর অবস্থান জানতে পেরে মির্জাগঞ্জ থানার ওসি (তদন্ত) জনাব হুমায়ুন কবিরের নেতৃত্বে টিম ঢাকা থেকে পলাতক মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামীকে গ্রেফতার করে, এবং মির্জাগঞ্জ থানায় নিয়ে আসে, আসামিকে জেল হাজতে পাঠানোর হয়েছে ।