জিয়াউর রহমান (নিজস্ব প্রতিবেদক): , আপলোডের সময় : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

ওরা বলে সংবিধান ছুড়ে ফেলে দিবে!: এ্যাড. আফজাল

আজ ৭ই ফেব্রুয়ারি ২০২৩ মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) জনাব অ্যাডভোকেট আফজাল হোসেন।

প্রধান অতিথি তিনি তার বক্তব্যে বলেন, ওরা বলে সংবিধান ছুড়ে ফেলে দেবে, ওরা স্বাধীনতাকে মানে না, ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু স্বপরিবারকে হত্যা করা হয়েছে, আবারো ষড়যন্ত্র চলছে, সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান,
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান,
এ সময় উপস্থিত ছিলেন, খান মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক, পটুয়াখালী জেলা আওয়ামী লীগ, চেয়ারম্যান, মির্জাগঞ্জ উপজেলা পরিষদ, জনাব আনোয়ার হোসেন অফিসার ইনচার্জ, মির্জাগঞ্জ থানা, জনাব এডভোকেট শাহিন মিয়া শ্রম বিষয়ক সম্পাদক, পটুয়াখালী জেলা আওয়ামী লীগ, জনাব শাহিনুর হক সভাপতি, পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক লীগ, জনাব জসিম উদ্দিন জুয়েল বেপারী, সাধারণ সম্পাদক, মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, জনাব ইসমাইল হোসেন মৃধা, সহ-সভাপতি, মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ,জনাব আবুল বাশার নাসির, চেয়ারম্যান, মির্জাগঞ্জ ইউনিয়ন পরিষদ, জনাব নাসির উদ্দিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক, পটুয়াখালী জেলা আওয়ামী যুবলীগসহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ সহ ইউনিয়নের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মির্জাগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নের প্রায় ১০০০ হাজার গরিব অসহায় শীতার্তা মানুষের মাঝে প্রধান অতিথি কম্বল তুলে দেন।

কম্বল পেয়ে এক বৃদ্ধ মহিলা বলেন, প্রধানমন্ত্রী হাজার হাজার বছর বেঁচে থাকুক, তার জন্য আজকে আমি কম্বল পেয়েছি, তিনি খুশিতে আবেগ আপ্লুত হয়ে পড়েন।