এনামুল হক রাঙ্গা (বগুড়া প্রতিনিধি): , আপলোডের সময় : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

হিরো আলমের উপহারের গাড়ী হবে এম্বুলেন্স

হবিগঞ্জে উপহার পাওয়া গাড়িটি দরিদ্র রোগী ও লাশ পরিবহনের কাজে ব্যবহারের লক্ষ্যে অ্যাম্বুলেন্সে রূপান্তর করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সামনে রাখার সিদ্ধান্ত নিয়েছেন সময়ের আলোচিত সমালোচিত কন্টেন্ট হিরো আলম।

কবে নাগাদ এ অ্যাম্বুল্যেন্স সেবার কার্যক্রম শুরু হবে— গতকাল দুপুরে মুঠোফোনে হিরো আলম বলেন, গাড়িটি নিয়ে অনেক ঝামেলা হয়েছে।

গাড়ীটার কিছু মেরামত করতে হবে। তা ছাড়া ১০ বছরের ট্যাক্স বাকি। এ বিষয়গুলো আগে জানা ছিল না। তাই অ্যাম্বুল্যান্স সেবা শুরু করতে কিছুটা সময় লাগবে।

এ সময় তিনি জানান, হবিগঞ্জে এসে তিনি মুগ্ধ হয়েছেন। ভবিষ্যতেও আসার ইচ্ছা রয়েছে। এখানে মানব সেবার কাজ করারও পরিকল্পনা রয়েছে। এর আগেও সিলেটে বন্যার সময় এখানে এসে কাজ করেছেন বলে জানান তিনি।

এসময় তিনি আরো বলেন, উপহার তো শুধুই উপহার সেখানে নতুন পুরনো কোনো সমস্যা নয়।তিনি ভালবেসে উপহার দিয়েছেন, আমিও তা সাদরে গ্রহন করেছি। আর সিদ্ধান্ত নিয়েছি গাড়ীটি অবশ্যই মানব সেবার কাজে লাগিয়ে দিবো।