নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

হাসপাতাল ও নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট স্থাপনের জন্য বেপজার সাথে আইবিএফ-এর চুক্তি স্বাক্ষরিত

ইসলামী ব্যাংক ফাউন্ডেশন (আইবিএফ) এবং বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) মধ্যে কর্ণফুলী ইপিজেডের নারী প্রকল্পের ভবন-ভূমিতে হাসপাতাল ও নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট স্থাপনের জন্য ১৩ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার বেবজার প্রধান নির্বাহী কার্যালয় ঢাকায় একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এনডিসি, পিএসসি ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা: কাজী শহীদুল আলম, ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুরের উপস্থিতিতে বেপজার নির্বাহী পরিচালক (প্রশাসন) জনাব মোঃ জাকির হোসেন চৌধুরী এবং আইবিএফ-এর নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এছাড়াও বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক জনাব কালাম মোঃ আবুল বাশার, কেইপিজেড-এর নির্বাহী পরিচালক জনাব মোঃ জিল্লুর রহমান ও আইবিএফ এর সিএফও জনাব কবির উদ্দিন, সিনিয়র ম্যানেজার এ্যাডভোকেট মো: মজিজুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।