আনোয়ার হোসাইন জুয়েল: তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: , আপলোডের সময় : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩ , আজকের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

তাড়াইলে মানবাধিকার কমিশনের বর্ধিত সভা অনুষ্ঠিত

মানবাধিকার কমিশনের সেবাসমূহ সাধারণ মানুষের মাঝে দৌরগোড়ায় পৌঁছে দিতে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় মানবাধিকার কমিশনের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ (রবিবার) অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, মানবাধিকার কমিশন তাড়াইল উপজেলা শাখার সভাপতি জনাব মুকুট রঞ্জন দাস, সাধারণ সম্পাদক জনাব সামির হোসেন সাকি, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক খাদিজা আক্তার আশা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির।

এ সময় বক্তারা মানবাধিকার কার্যক্রমের সার্বিক বিষয়ে আলোচনা করেন। এ প্রসঙ্গে সাধারণ সম্পাদক সামির হোসেন সাকি বলেন, মানবাধিকার কমিশনের কি কাজ এ বিষয়ে সাধারণ মানুষকে অবগত করতে হবে। সাধারণ মানুষ যাতে তাদের অধিকার আদায়ের জন্য মানবাধিকার কমিশনের সহযোগীতা নিতে পারে সেজন্য কমিশনের কার্যপ্রণালীর বিষয়ে অধিক পরিমাণে প্রচার-প্রচারণা অব্যাহত রাখতে হবে। মানবাধিকার কমিশনের সেবাসমূহ সাধারণ মানুষের মাঝে দৌরগোড়ায় পৌঁছে দিতে হবে।

এছাড়াও তাড়াইল উপজেলায় ইউনিয়ন কমিটি গঠনের জন্য সংগঠনের অন্যান্য সদস্যদেরকে দ্বায়িত্ব দেয়া হয়। সভায় অন্যান্য বক্তারা মানবাধিকার সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।