রায়হান চৌধুরী (কুমিল্লা প্রতিনিধি): , আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩ , আজকের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

মুরাদনগরে তিনটি গরুসহ দোকান পুরে ছাই

কুমিল্লা মুরাদনগর উপজেলার কামাল্লা উত্তরপাড় একটি ঘরে অগ্নিকান্ডে তিনটি গরু ও দোকানঘর পুড়ে ছাঁই। বুধবার ভোর রাতে ওই গ্রামের
মৃত সুবহান মিয়ার ছেলে শহীদ মিয়ার ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৮ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানা যায়।

শহিদ মিয়া বলেন, রাত প্রায় সাড়ে চারটার দিকে আগুন দেখে পাশের ঘর থেকে বের হয়ে অনেক চেষ্টা করেও  গরু গুলো উদ্ধার করাতে পারেননি। আমি কিস্তিতে লোন তুলে গরু গুলো কিনে ছিলাম আগুন আমাকে  নিঃস্ব করে দিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে কৈজুরী গ্রামের তরুণ সমাজ সেবক গোলাম জিলানী  কৃষক শহীদ মিয়াকে আর্থিক সহযোগিতা করেন।

মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন ভূইয়া জনি বলেন- ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতির পরিমাণ সম্পর্কে ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরকে সহযোগিতা করার জন‍্য জানানো হবে।