আনোয়ার হোসাইন জুয়েল: তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: , আপলোডের সময় : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

তাড়াইলে ১০ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ: আগাছা পরিষ্কারে ব্যস্ত কৃষক

কিশোরগঞ্জের তাড়াইলে ধান গাছের আগাছা অপসারনে ব্যস্ত কৃষকেরা। আবহাওয়া এখন পর্যন্ত অনুকুলে থাকায় সবুজ ধান গাছে মাঠে মাঠে ছেয়ে গেছে।

উপজেলার সব ধান ক্ষেতেই এমন চিত্র চোখে পড়ছে। শ্রমিকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধানক্ষেতে আগাছা পরিস্কার করছেন। উপজেলার ৭টি ইউনিয়নেই দেখা যায় কৃষকগণ ধানের জমি থেকে আগাছা পরিস্কার করছেন। একই সাথে ধান গাছের গোড়ার মাটি একটু আলগা করে দিচ্ছি এতে ধানের গাছগুলো দ্রুত বৃদ্ধি পাবে বলেও জানান তিনি।

তাড়াইল উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আশরাফুল আলম বলেন, উপজেলায় এবছর ১০ হাজার ২’শ ৭৫ হেক্টর জমিতে বোরো ধান চাষ করেছে কৃষকেরা। এর মধ্যে হাইব্রিড জাতের ধান ১৫৯৫,উচ্চ ফলনশীল ৮৬১৪ ও স্থানীয় জাত ৬৬ হেঃ জমিতে বোরো ধান চাষ করা হয়েছে।

তিনি আরো বলেন, আগাছা পরিস্কারের সাথে সাথে ধান গাছের গোড়ার মাটিও নাড়াচারা হয় এতে ধান গাছ মাটি থেকে অক্সিজেন আরো সহজেই পাবে তাতে গাছ দ্রুত বাড়তে থাকে।