জিয়াউর রহমান (নিজস্ব প্রতিবেদক): , আপলোডের সময় : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

মির্জাগঞ্জের আমরাগাছিয়া ইউনিয়ন চেয়ারম্যানকে “সাধারণ ক্ষমা”

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমড়াগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এডভোকেট মোস্তাফিজুর রহমানকে বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ ক্ষমা করেছে।

২২ শে ফেব্রুয়ারি ২০২৩ বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে জানানো হয়।

আমরাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও আমড়াগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এটিএম মোস্তাফিজুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৭ ডিসেম্বর ২০২২ বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কার্যনির্বাহী সংসদ কমিটির সভায় সিদ্ধান্ত মোতাবেক গঠনতন্ত্রের ১৭( ৬) এবং ৪৭( ২) দ্বারা মোতাবেক সাধারণ ক্ষমা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

উল্লেখ্য তিনি গত বছরের ২ নভেম্বর মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উপনির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বছরের ২২– ১০ – ২০২২ তারিখ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারা মতে দলীয় সকল পদ পদবী হতে স্থায়ীভাবে বহিষ্কার করে মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।

এ বিষয়ে মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জসিম উদ্দিন জুয়েল বেপারী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিবে, সে সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।