পাবনা প্রতিনিধি : , আপলোডের সময় : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

পাবনায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমানের গাঁজাসহ আটক দুই

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল পাবনা বেড়া উপজেলায় একটি ট্রাকে অভিযান চালিয়ে মুরগীর বিষ্টার সাথে পাচারকালে গাঁজাসহ দুইজনকে আটক করেছে।

আটককৃত রবিউল হাসান (৩৫) কুমিল্লা সদর উপজেলার শ্যামপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে। আর শাহাদাত হোসেন (২৪) কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের জমাদিউস সানীর ছেলে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) সকালে পাবনা ক্যাম্পে সংবাদ সন্মেলনে পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তৌহিদুল মবিন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল পাবনা বেড়া উপজেলা সদরের দত্তকাদি গ্রামে একটি ট্রাকে অভিযান চালিয়ে মুরগীর বিষ্টার সাথে পাচারকালে ১’শ ৫ কেজি গাঁজাসহ রবিউল হাসান ও শাহাদাত হোসেনকে আটক করে।

কোম্পানি কমান্ডার আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় পরিবহনের মাধ্যমে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় করে আসছিল।