নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩ , আজকের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি ফরিদ হোসেন, সা: সম্পাদক মোরছালীন বাবলা

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচনে আগামী দুই বছরের জন্য সিনিয়র সাংবাদিক ফরিদ হোসেন সভাপতি, মোরছালীন বাবলা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরাম খাঁ হলে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্ব শেষে চূড়ান্তভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সিনিয়র সহ-সভাপতি নূরুদ্দিন আহমেদ, সহ-সভাপতি নির্মল চক্রবর্তী, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ কাওসার রহমান, জনকল্যাণ সম্পাদক নূরুন্নবী রবি, সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক মিঠুন সরকার, দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম ও নির্বাহী সদস্যরা হলেন রফিকুর রহমান, মাহবুব আলম, শারমিন রিনভী, মো: মোমিন হোসেন, অনজন রহমান, গোলাম মুজতবা ধ্রুব।