আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা প্রতিনিধি): , আপলোডের সময় : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

পলাশবাড়ীতে মহিলা আওয়ামীলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ৷

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় উপজেলা আওয়ামীলীগ অস্থায়ী কার্যালয়ে এক কেককাটা, আনন্দ শোভাযাত্রাও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করেছে ।

অনুষ্ঠানমালায় রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবং মহিলা কলেজের উপাধ্যক্ষ মো. শামিকুল ইসলাম সরকার লিপন। বিশেষ অতিথি প্রবীণ রাজনীতিবিদ উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি আবু বকর প্রধান ৷

এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনু। সঞ্চালনা করেন জেলা মহিলা আওয়ামীলীগ সদস্য উম্মে হানি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক, মিঠু, মহিলা আওয়ামীলীগ সহ সভাপতি বিলকিস বেগম, আলেফা মেম্বার, মহিলা যুবলীগ নেত্রী কল্পনা বেগমসহ উপজেলার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ ৷

উল্লেখ্য ১৯৬৯ সালের ২৭ ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহিলা আওয়ামীলীগ প্রতিষ্ঠা করেন।