এনামুল হক রাঙ্গা (বগুড়া প্রতিনিধি): , আপলোডের সময় : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

বগুড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

বগুড়া সদরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার সকাল পৌনে ১০ টায় শহরের তিনমাথা রেলগেট এলাকার হাজি মার্কেটের সামনে এ দুর্ঘটনাটি ঘটে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহতের লাশ বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে আছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) প্রকাশ চন্দ্র সরকার।

পুলিশের এ কর্মকর্তা জানান, অজ্ঞাত ওই বৃদ্ধ রেললাইনের পাশ দিয়ে হেঁটে পুরান বগুড়া এলাকা থেকে তিনমাথার দিকে যাচ্ছিলেন। এসময় বোনারপাড়া থেকে ছেড়ে আসা সান্তাহারগামী কলেজ ট্রেন পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ওই বৃদ্ধ রেললাইনের পাশে ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

এএসআই প্রকাশ চন্দ্র সরকার আরও জানান, বৃদ্ধের পরিচয় শনাক্তে কাজ চলছে। তার মরদেহ শজিমেক  হাসপাতাল মর্গে রাখা আছে।