আনোয়ার হোসাইন জুয়েল: তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: , আপলোডের সময় : বুধবার, ১ মার্চ, ২০২৩ , আজকের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

তাড়াইলে বাক প্রতিবন্ধী শিশু ধর্ষণ: ধর্ষক গ্রেফতার

কিশোরগঞ্জের তাড়াইলে ১৬ বছরে এক বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে মো. সোহেল মিয়া ওরফে পুলিশ মিয়া (২৮) কে গ্রেফতার করেছে তাড়াইল থানা পুলিশ।

ঘটনাটি ঘটে তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের তেউরিয়া গ্রামে। ধৃত মো. সোহেল মিয়া ওরফে পুলিশ মিয়া একই ইউনিয়নের আজবপুর গ্রামের মোকশুদ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম বাক প্রতিবন্ধী শিশুটির বাড়ী পাশ্ববর্তী মদন থানার গোবিন্দশ্রী গ্রামের মৃত আরফাত আলীর মেয়ে লাকী আক্তার (১৬)। ভিকটিম তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের তেউরিয়া (নয়াবাজারস্থ) গ্রামে তার ভাবী হাফিজা আক্তার, স্বামী- মেনু মিয়ার বাড়িতে কিছুদিন পূর্বে বেড়াতে আসে। আসার পর থেকেই ধর্ষক ভিকটিমকে নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসতেছিল। গত ২৮ ফেব্রুয়ারি ভিকটিমের ভাবী জনৈক আবু তালেবের জমিতে মরিচ তুলার জন্য চলিয়া যায়। তখন শিশুটি একা বাড়িতে থাকাবস্থায় ধর্ষক শিশুটি বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে। তখন শিশুটির ডাকচিৎকারে আশেপাশের লোকজন আসিলে ধর্ষক শিশুটিকে ফেলে চলে যায়। পরে শিশুটির মা আলুছা বেগম বাদী হয়ে ১লা মার্চ (বুধবার) সকাল ৯টায় থানায় আসিয়া নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং-০৩) এর ৯ (১) ধারায় তাড়াইল থানায় মামলা দায়ের করেন।

মামলা নম্বর -০১, তারিখ- ০১-০৩-২০২৩। মামলা দায়েরের ৫ ঘন্টার মধ্যে তাড়াইল থানার এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ অভিযুক্ত ধর্ষক মো. সোহেল মিয়া ওরফে পুলিশ মিয়া কে তার নিজ বাড়ি হতে গ্ৰেপ্তার করে বিকালে কিশোরগঞ্জ জজ কোর্টে প্রেরণ করা হয়।