আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা প্রতিনিধি): , আপলোডের সময় : বুধবার, ১ মার্চ, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

পলাশবাড়ীর বরিশাল ইউপি’তে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে স্মৃতি এমপি

গাইবান্ধার পলাশবাড়ীতে ৪নং বরিশাল ইউনিয়নের ভবানীপুর গ্রামে আগুনে পুড়ে যাওয়া বসতবাড়ি পরিদর্শন করেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পলাশবাড়ী সাদুল্লাপুর-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট  উম্মে কুলসুম স্মৃতি এমপি ।
১মার্চ বুধবার তিনি আগুনে পুড়ে যাওয়া বসতবাড়ি পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্থদের মাঝে নিজ অর্থায়নে নগদ অর্থ সহ ঢেউটিন বিতরণ করেন । এ সময় সাংসদ উম্মে কুলসুম স্মৃতি তার বক্তব্যে বলেন, আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত মানুষদেরকে যথাসম্ভব সাহায্য সহযোগিতায় সমাজের সকল শ্রেণীর মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান ৷
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি আবু বকর প্রধান, বরিশাল ইউপি চেয়ারম্যান সাংবাদিক রফিকুল ইসলাম, পলাশবাড়ী উপজেলা শ্রমিকলীগ সাবেক সাধারণ সম্পাদক মাহমুদজ্জামান প্রান্ত, বিশিষ্ট সমাজ সেবক আনিছুর রহমান, বরিশাল ইউপি সদস্য রবিউল ইসলাম রবি প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনায় বক্তাগন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন । এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, রাজনীতিক, জনহৈতিশীগণ ও উপস্থিত ছিলেন।