আনোয়ার হোসাইন : তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: , আপলোডের সময় : বুধবার, ৮ মার্চ, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

তাড়াইলে ধর্ষণের শিকার ১১ বছরের শিশু: অভিযুক্ত পলাতক

কিশোরগঞ্জের তাড়াইলে ১১ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের গজারিয়া পূর্বপাড়া গ্রামে।

অভিযুক্ত ধর্ষক গজারিয়া পূর্বপাড়া গ্রামের মৃত আঃ রহমানের ছেলে মোঃ আব্দুল মালেক (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ০৫ মার্চ (রবিবার) বেলা ১ টায় শিশুটি অন্যান্য শিশুদের সাথে অভিযু্ক্ত ধর্ষক আব্দুল মালেকের বাড়ির সামনে বালুর মাঠে খেলা করছিল। তখন অভিযু্ক্ত ধর্ষক আব্দুল মালেক অন্যান্য শিশুদের টাকা দিয়ে বিস্কুট কিনতে পাঠিয়ে দেয়। তখন অভিযু্ক্ত ধর্ষক আব্দুল মালেকের স্ত্রী বাড়িতে ছিলনা। এ সুযোগে ধর্ষক ভিকটিম শিশুটিকে টাকা দিয়ে বিস্কুটের লোভ দেখিয়ে ঘরে নিয়ে যায় ও জোরপূর্বক ধর্ষন করে। তখন শিশুটির ডাকচিৎকারে আশেপাশের লোকজন আসিলে ধর্ষক শিশুটিকে ফেলে চলে যায়। পরে শিশুটির পিতা বাদী হয়ে ৭ মার্চ (মঙ্গবার) থানায় আসিয়া নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং-০৩) এর ৯ (১) ধারায় তাড়াইল থানায় মামলা দায়ের করেন।

মামলা নম্বর-০৫, তারিখ: ০৭-০৩-২০২৩। তাড়াইল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, অভিযোগ রুজু হওয়ার পর থেকেই আসামীকে গ্রেফতারের চেষ্টা করছি। আসামী পলাতক থাকায় এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।