বেতাগী (বরগুনা) প্রতিনিধি: , আপলোডের সময় : শনিবার, ১১ মার্চ, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ঢাকা কলেজের সাধারণ সম্পাদক বেতাগীর আল-ইমাম

গতকাল সন্ধ্যায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুবুর ইসলাম প্রন্সি ও সাধারণ সম্পাদক আল-মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা কলেজ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর কমিটি প্রকাশ হয়েছে।

এতে বেতাগী উপজেলার কৃতি সন্তান মোঃ আল-ইমাম কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। আল-ইমাম বেতাগী উপজেলার ১নং বিবিচিনি ইউনিয়ন এর ২নং ওয়ার্ড এর বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম এর সন্তান। তিনি স্কুল জীবন থেকেই ছাত্র রাজনীতি শুরু করেন, তিনি বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক এবং বেতাগী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে এখন ঢাকা কলেজ এ ভূগোল ও পরিবেশ বিভাগে অধ্যায়নরত আছে।

নবনির্বাচিত মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ঢাকা কলেজের সাধারণ সম্পাদক আল-ইমাম বলেন, আমার বাবা ১৯৭১ সালে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে, আমি তারই সন্তান ছোটবেলা থেকেই আওয়ামী রাজনীতি করে এসেছি। আমি আমার আদর্শ সততা নিষ্ঠার সাথে ঢাকা কলেজ কে এগিয়ে নিয়ে যাব। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে মুক্তিযুদ্ধা সংসদ সন্তান কমান্ড ঢাকা কলেজে সুগঠিত করব।