জিয়াউর রহমান (নিজস্ব প্রতিবেদক): , আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

মানবতার আরেক নাম!!! মোজাম্মেল হোসাইন

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের মকুমা গ্রামের বাসিন্দা মোজাম্মেল হোসাইন। যিনি কুয়েত প্রবাসী। তার পিতার নাম মরহুম আতাহার উদ্দিন খান। তিনি প্রবাসী মির্জাগঞ্জ উপজেলা এসোসিয়েশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

মোজাম্মেল হোসাইন মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বিদেশে বসে গরিব-দুঃখী অসহায় দুস্থ মানুষের সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, অসুস্থ মানুষের চিকিৎসা খরচ, গরিব ছাত্র-ছাত্রীদের লেখাপড়া খরচ, অনাহারকে বাজারের ব্যবস্থা সহ মানবিক সেবা দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার কাছে সাহায্যের জন্য কেহ আবেদন জানালে তিনি সাধ্যমত সাহায্য করার চেষ্টা করেন।

এ বিষয়ে মোজাম্মেল হোসাইন মুঠোফোনে বলেন, আমার সাধ্যমত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, সকল বিত্তবানদের অনুরোধ করবো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য।