আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা প্রতিনিধি): , আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩ , আজকের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

পলাশবাড়ীতে কুড়ি বোতল ফেন্সিডিল সহ দুই মাদক কারবারিকে হাতে-নাতে গ্রেফতার করেছে পুলিশ

গাইবান্ধার পলাশবাড়ীতে কুড়ি বোতল ফেনসিডিল সহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

থানা সূত্র জানায়, পলাশবাড়ী এলাকা মাদকমুক্ত রাখতে গোপন খবরের ভিত্তিতে সোমবার (১৩ মার্চ) সন্ধ্যায় এসআই আব্দুল মান্নানের নেতৃত্বে পুলিশ টীম রংপুর-বগুড়া মহাসড়কের দুবলাগাড়ী পয়েন্টে যানবাহন তল্লাশি অভিযান চালায় এসময় গাইবান্ধা থেকে বগুড়াগামী আবদুল্লাহ পরিবহনের একটি গেটলক যাত্রীবাহী বাসে তল্লাশিকালে কুড়ি বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারীকে হাতে-নাতে গ্রেফতার করে পুলিশ।

এরা হলেন রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার চুহাড় গ্রামের মৃত: নুরু মিয়ার ছেলে রাজা মিয়া(৫৪),রংপুর জেলা সদর উপজেলার মধ্যবাবু খাঁ গ্রামের মৃত: মজিবর রহমানের ছেলে সোহেল রানা (৩৫)।

থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা (নং-৯/৬০,১৩/৩/২৩) রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের গাইবান্ধা কোর্ট হাজতে প্রেরণ করা হবে।