রায়হান চৌধুরী (কুমিল্লা প্রতিনিধি): , আপলোডের সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

মুরাদনগরে মন্ত্রীর আগমনে উৎসবের আমেজ

মাননীয় শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি আজ ১৬ মার্চ বৃহস্পতিবার কুমিল্লার মুরাদনগরে আসছেন। এ উপজেলায় এই প্রথম কোন শিক্ষা মন্ত্রী আসবেন তাই মুরাদনগর সেজেছে নবরূপে। মন্ত্রীকে স্বাগত জানাতে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে তোরণ নির্মান করা হয়েছে।

রঙিন ব্যানার, ফেস্টুন আর বিলবোর্ডে নতুন রুপে সেজেছে পুরো উপজেলা। প্রধান প্রধান সড়ক ও অলিগলিতে শোভা পাচ্ছে ডা. দীপু মনিকে স্বাগত জানিয়ে টানানো পোস্টার-ব্যানার। বর্ণিল আলোকসজ্জা ও রং-তুলির আঁচড়ে নজরুল-নার্গীস স্মৃতিবিজড়িত মুরাদনগর উপজেলা যেন নতুন সাজে সজ্জিত হয়েছে।

আলোচনা শেষে সাংস্কৃতিক সন্ধ্যায় জনপ্রিয় কন্ঠ শিল্পী আখীঁ আলমগীরসহ ক্লোজআপ ওয়ান তারকা শিল্পীদের গান পরিবেশনের খবর আনন্দের মাত্রা আরো এক ধাপ এগিয়ে নিয়েছে।

উপজেলার বাঙ্গরা বাাজার থানার ৬ নং পূর্ব বাঙ্গরা ইউনিয়নের বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ওই উৎসবের আমেজ বইছে।

সুবর্ণ জয়ন্তী উদ্যাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক মো. মোসলে উদ্দিন সরকার বলেন, ‘১৬ মার্চ বৃহস্পতিবার সকাল দশটায় বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি, এম.পি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কুমিল্লা-০৩,মুরাদনগর আসনের মাননীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন, এফসিএ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ও মহামান্য রাষ্ট্রপতির প্রেস সচিব (সচিব) মো. জয়নাল আবেদীন।

আলোচনা পর্ব শেষে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় কন্ঠ শিল্পী আখিঁ আলমগীরসহ অনেক তারকা শিল্পী গান পরিবেশন করবেন।

জানা যায়, ১৯৭০ সালে তৎকালিন বিদ্যু উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক আবদুর রাজ্জাক তেত্রিশ বছর বয়সে বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে এলাকায় সাড়া ফেলেন। বর্তমানে স্কুলটিতে ১৫শ ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছেন। এই বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে ছাত্র-ছাত্রীরা সরকারের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। সুবর্ণ জয়ন্তী উদযাপনকে কেন্দ্র করে বারো’শ প্রাক্তন ছাত্র নিবন্ধন করেছেন।