জিয়াউর রহমান (নিজস্ব প্রতিবেদক): , আপলোডের সময় : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

রমজানে মাসব্যাপী অসহায় মানুষদের ইফতার বিতরণ করবে ছাত্রলীগ : রাকিব মৃধা

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দিনমজুর, খেটে খাওয়া, গরিব অসহায় দিনমজুর মানুষদের ইফতার দিল মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগ।

আজ ২৪ শে মার্চ রোজ শুক্রবার পবিত্র মাহে রমজানের প্রথম দিনে মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব রাকিব মৃধা নেতৃত্বে দিনমজুর, খেটে খাওয়া, অসহায়, গরীব, দুস্থ মানুষদের ইফতার বিতরণ করা হয়।

মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব রাকিব মৃধা নেতৃত্বে মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী এলাকার বিভিন্ন সড়কে রিসকা ড্রাইভার, অটো ড্রাইভার শ্রমিক, মোটর ড্রাইভার, ভিক্ষুক, সহ প্রায় ১০০ জন অসহায় মানুষদের ইফতারি তুলে দেন।

এ সময় তিনি বলেন ছাত্রলীগ একটি সুসংগঠিত সুশৃংখল দল। ছাত্রলীগ মানুষের কল্যাণের জন্য কাজ করে, পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী অসহায় দুঃস্থ গরিব মানুষদের ইফতার বিতরণ করা হবে। এ সময় উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন