আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা প্রতিনিধি): , আপলোডের সময় : শনিবার, ২৫ মার্চ, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বধ্যভূমি স্মৃতি স্তম্ভে পুস্প্যমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৫ মার্চ সকালে পলাশবাড়ী পৌর শহরের সিএন্ডবি ভবনের পাশে বধ্যভূমি চত্বরে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদ সদস্য এ্যাড উম্মে কুলসুম স্মৃতি এমপির পক্ষে দলীয় নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা পরিষদ, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহ ।

পরে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ। আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সহ সভাপতি আবু বকর প্রধান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, থানা অফিসার ইনচার্জ মাসুদ রানাসহ অন্যান্যরা।

শেষে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওঃ মোস্তাফিজুর রহমান রাজা।