সাইদুল ইসলাম মন্টু (বিশেষ প্রতিনিধি): , আপলোডের সময় : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

বেতাগীতে জেলেদের ভিজিএফ ১০০ বস্তা চাল জব্দ

বরগুনার বেতাগীর উপজেলার মোকামিয়া ইউনিয়নের বটতলার বিলের বাড়ির কবির হাওলাদারের ঘর থেকে মৎস্য ভিজিএফ এর ১০০ বস্তা চাল জব্দ করা হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা সমাপ্তা সাহা বরিবার রাত সাড়ে ১০টায় এ চাল জব্দ করেন। মৎস্য ভিজিএফ কর্মসূচির এ চাল বিতরণ না করে কবির হাওলাদারের ঘরে মজুদ করে রাখা হয়। এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তার পুলিশসহ উক্ত বাড়িতে গিয়ে অভিযোগের সত্যতা পান। ঐ ঘরে এক শত বস্তা চাল দেখতে পান। পরে তিনি উক্ত চাল জব্দ করনে।

উপজেলা মৎস্য কর্মকর্তা সমাপ্তি সাহা বলেন, একশ বস্তা জব্দ করা হয়েছে। জব্দকৃত চাল থানায় নেয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার মো. সুহৃদ সালেহীন বলেন , আমার নির্দেশে উক্ত চাল জব্দ করা হয়েছে।